September(Minutes)

গত ১৮ সেপ্টেম্বর গাঁথার নিয়মিত মাসিক ভার্চুয়াল সভার বিষয় ছিলো শরৎ বরণ। অনুষ্ঠানটি প্রতিবারের মতোই বিকাল চারটায় শুরু হয়। সভার সভাপতি ড. নিয়াজ জামানের অনুমতি নিয়ে সভা শুরু হয়। প্রথমেই  শরত বন্দনার একটি  রবীন্দ্রসঙ্গীত দিয়ে শরতকে বরণ করে নেয়া হয়। সঙ্গীত পরিবেশন করে কথাসাহিত্যিক ও কবি ঝর্না রহমান।

 শরত ঋতু নিয়ে লেখা স্বরচিত ইংরেজি কবিতা পাঠ করেন  কবি তাসনীম হোসেইন। ইংরেজি গজল পাঠ করেন কবি  রাজিয়া সুলতানা বাংলা কবিতা পাঠ করেন কবি ও কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম এবং কবি ও কথাসাহিত্যিক তাহমিনা কোরায়েশী

 শরৎ সংহার নামে প্রবন্ধ পাঠ করেন কথাসাহিত্যিক ও কবি ঝর্না রহমান। মুক্ত গদ্য পাঠ করেন কথাসাহিত্যিক আফরোজা পারভীন ও কথাসাহিত্যিক ও কবি  দিলারা মেসবাহ ।  সভাটি সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও কবি নূর কামরুন নাহার।